অনার্স ২য় বর্ষ রেজাল্ট 2024
২০২৪ সালে অনার্স দ্বিতীয় বর্ষের রেজাল্ট প্রকাশিত|প্রকাশিত রেজাল্ট দেখার জন্য রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার থাকলে হবে| যে সকল শিক্ষার্থীরা নিয়মিত এবং অনিয়মিত অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা দিয়েছিলেন তাদের রেজাল্ট দেখতে পারবেন| আসুন দেখে নেই কিভাবে অনার্স দ্বিতীয় বর্ষের রেজাল্ট দেখতে হয়|
অনার্স ২য় বর্ষের রেজাল্ট ২০২৪ কবে প্রকাশিত হবে?
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২ সালের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা যা ২০২৪ সালে অনুষ্ঠিত হয়।সেটির ফলাফল ইতিমধ্যে প্রকাশিত হয়েছে।জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটের এক বিজ্ঞপ্তিতে ২০২২ সালের NU অনার্স ২য় বর্ষ পরীক্ষার ০৫ জুন ২০২৪ ইং তারিখে ফলাফল প্রকাশ করা হয়।
মোবাইলে ফলাফল জানার নিয়ম
মোবাইল ফোনের মাধ্যমে মেসেজ দেখার জন্য আপনার মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে নিচের দেওয়া ফরমেট টাইপ করুন|
- NU<space>H2<space>roll
- লিখে 16222 নম্বরে Send করে ফলাফল নিতে পারবেন যেকোন মোবাইল থেকে
- টেলিটক অপারেটর থেকে ম্যাসেজ পাঠালে খুব দ্রুত রেজাল্ট পাবেন।
ম্যাসেজে রেজাল্ট অনেক সময়ে ভুল আসে তাই অবশ্যই ইন্টারনেট থেকেও চেক করে নিবেন এবং প্রিন্ট করে সংরক্ষণ করে রাখবেন।
অনলাইনে ফলাফল দেখার ধাপসমূহঃ
- ওয়েবসাইট থেকে ফলাফল জানতে প্রথমে এখানে ক্লিক করুন
- তারপর Honours অপশনে ক্লিক করবেন।
- 2nd Year এ যাবেন
- Registration ও Roll Number বক্সে আপনার Registration ও Roll Number নির্ভুলভাবে লিখবেন
- পাশের সাল লিখবেন 2022
- এরপরে Code টি হুবহু নিচের বক্সে লিখবেন
- সবশেষে Search লেখায় ক্লিক করবেন
- নতুন উইন্ডোতে আপনার মার্কশীটসহ বিস্তারিত ফলাফল শো করবে।
- ফলাফল অবশ্যই প্রিন্ট করে নিবেন পরবর্তীতে এটা গুরুত্বপূর্ণ কাজে লাগবে।
অনার্স ২য় বর্ষ রেজাল্ট 2020 দেখুন মার্কশীটসহ NU H2 Result 2020
রেজাল্ট জানার ২য় ওয়েবসাইটঃ
অনার্স ২য় বর্ষ রেজাল্ট
অন্য আরেকটা ওয়েবসাইট থেকেও ফলাফল জানা যায়।
অনলাইনে ফলাফল দেখার ধাপসমূহঃ
- ওয়েবসাইট থেকে ফলাফল জানতে প্রথমে এখানে ক্লিক করুন
- তারপর Honours 2nd Year অপশনে ক্লিক করবেন।
- Registration/Roll Number বক্সে আপনার Registration/Roll Number নির্ভুলভাবে লিখবেন
- সবশেষে Search লেখায় ক্লিক করবেন
- নতুন উইন্ডোতে আপনার মার্কশীটসহ বিস্তারিত ফলাফল শো করবে।
- ফলাফল অবশ্যই প্রিন্ট করে নিবেন পরবর্তীতে এটা গুরুত্বপূর্ণ কাজে লাগবে।
- এখানে বুঝতে অসুবিধা নিচে ছবির মাধ্যমে বুঝানোর চেষ্টা করেছি উনডোটা দেখতে কেমন হবে।
অনার্স ২য় বর্ষ রেজাল্ট 2024 দেখুন মার্কশীটসহ NU H2 Result 2024
সার্ভারে সমস্যা থাকলে এখান থেকে রেজাল্ট চেক করুন এখানে ক্লিক করুন
ওয়েবসাইটে ফলাফল দেখার লিঙ্কঃ http://www.nu.ac.bd/results/
এখান থেকেও রেজাল্ট দেখতে পারবেন http://www.nubd.info/results/
অনার্স ২য় বর্ষের রেজাল্ট মার্কশীটসহ বের করার নিয়ম
আপনি যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের একজন শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট মার্কশিট সহ বের করার নিয়ম জানা প্রয়োজন।এতে করে আপনি আপনার দ্বিতীয় বর্ষ পরীক্ষার রেজাল্ট গেট পয়েন্ট সম্পর্কে জানতে পারবেন আপনাকে অনার্স প্রথম বর্ষের মতো দ্বিতীয় বর্ষেও গড় সিজিপিএস ব্যতীত ফলাফল প্রদান করা হবে।
তাই আপনাকে হিসাব করে আপনার রেজাল্ট সম্পর্কে জানতে হবে যে আপনি ফাইনাল বা চতুর্থ বর্ষে গিয়ে গড় সিজিপিএ রেজাল্ট কত পেতে পারেন।প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ এবং তৃতীয় বর্ষ পরীক্ষায় আপনি আপনার রেজাল্ট হিসাব করার জন্য সিজিপিএ ব্যাতিত মার্কশীট দেখে হিসাব করে নিতে হবে।
আপনার বর্ষ অনুযায়ী পরীক্ষা আরো ডেভলপ করার জন্য আপনাকে প্রথম বর্ষ থেকেই ভালো রেজাল্ট করে যেতে হবে। ৪র্থ বর্ষে বা ফাইনাল ইয়ার পরীক্ষায় গড় সিজিপিএস রেজাল্ট ভালো দেখতে পাবেন।